জামালপুরে পেশাগত দায়িত্ব পালনে অন্যায় ভাবে সাংবাদিকের উপর হামলা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জামালপুরের নবাগত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম।
শনিবার (২৯ জুলাই) পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ সভায় সাংবাদিকদের উদ্দেশ্যে নবাগত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম এ কথা বলেন।
তিনি বলেন, আমি আপনাদের পার্শ্ববর্তী শেরপুর জেলায় কর্মরত ছিলাম,শেরপুর জেলায় যোগদান করার পর ১শত কর্মদিবসে কয়েকটি কর্মপরিকল্পনা হাতে নিয়ে সফল ভাবে সম্পন্ন করেছি। তেমনি ভাবে জামালপুর জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি কল্পে ইতোমধ্যে ৮টি কর্মপরিকল্পনা হাতে নিয়েছি যেটি আমি ৬০ কর্মদিবসে বাস্তবায়ন করে জামালপুর জেলা পুলিশ কে একটি জনবান্ধন মানবিক পুলিশ বাহিনীতে রূপান্তিত করবো।পুলিশি সেবা”কে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে আপনাদের সহযোগিতা কামনা করছি।
এসময় তিনি আরো বলেন, সাংবাদিক হচ্ছে সমাজের দর্পন ও সচ্ছ কাঁচের আয়নার মতো। সাংবাদিক যেমন সমাজের ভালো দিক গুলো তুলে ধরেন তেমনি খারাপ দিক গুলো তুলে ধরেন। আর এই খারাপ দিক তুলে ধরার কারণে অনেকে হিংসাত্মক আচরণের মাধ্যমে সাংবাদিকের উপর হামলা করে।
আমি আপনাদের মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে চাই আমি থাকাকালীন কোন সাংবাদিকের উপর অন্যায় ভাবে হামলা হলে কঠোর ব্যবস্থা গ্রহন করবো। এসময় তিনি জুয়া, মাদক ক্রয় বিক্রয় ,অশ্লীলতা,ইভটিজিং এর বিরুদ্ধে জিরো ট্রলারেন্স ঘোষণা করেন। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে সাংবাদিকদের প্রশংসা তুলে ধরে যে কোন বিষয়ে পুলিশকে সহযোগীতার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং
জামালপুর প্রসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা,সাধারণ সম্পাদক লুৎফর রহমানসহ বিভিন্ন টেলিভিশন,জাতীয় দৈনিক পত্রিকা
অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
+ There are no comments
Add yours