শাবিপ্রবিতে মুজিবুর রহমান স্বর্ণপদক পেলেন গণিতের ১১ শিক্ষার্থী

Estimated read time 0 min read
Ad1

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ((শাবিপ্রবি)) গণিত বিভাগের স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল করায় এ এফ মুজিবুর রহমান স্বর্ণপদক পেয়েছেন ১১ জন শিক্ষার্থী।

মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক ও সনদপত্র তুলে দেন।

স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, স্নাতকোত্তর (২০১৬) উম্মে তাহেরা, স্নাতক (২০১৭) ও স্নাতকোত্তর থিসিস (২০১৯) শিফা বেগম, স্নাতকোত্তর থিসিস (২০১৭) রিনা পাল, স্নাতকোত্তর (২০১৭) মোহাম্মদ শাহ নেওয়াজ ভূঁইয়া, স্নাতক (২০১৮) ও স্নাতকোত্তর (২০২০) সৈয়দ ইমাম মাহদী, স্নাতকোত্তর থিসিস (২০১৮) ফাহমিদা আফরোজ, স্নাতকোত্তর (২০১৮) রুমা আক্তার, স্নাতক (২০১৯) এবং স্নাতকোত্তর থিসিস (২০২১) নাসরিন আক্তার তানিয়া, স্নাতকোত্তর (২০১৯) মোহাম্মদ নোমান, স্নাতক (২০২০) মো. এবাদুর রহমান, স্নাতকোত্তর (২০২০) মো. শহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে শাবি উপাচার্য বলেন, অতীতে সেরা মেধাবীদের সবাই গণিতে পড়াশোনা করেছেন, তবে বর্তমানে গণিত একটু অবহেলিত হচ্ছে। গণিতের প্রতি আগ্রহ বাড়াতে হবে, যে ব্যবস্থা নিলে গণিতের প্রতি শিক্ষার্থীদের ঝোঁক বাড়বে আমাদের সে ব্যবস্থা নেওয়া দরকার। মুজিবুর রহমান ট্রাস্টি বোর্ড যে সহযোগিতা করছে এটা নিঃসন্দেহে প্রশংসনীয়। আশা করি, এটা অব্যাহত থাকবে। পরিশেষে গোল্ড মেডেলপ্রাপ্তি শিক্ষার্থীদের অভিনন্দন জানান উপাচার্য।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours