নোয়াখালীর হাতিয়ার বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলারডুবির পর ভাসানচরে সাঁতরে ফিরেছেন ১২ জেলে।
বুধবার (২ আগস্ট) বিকেলে তাদের উদ্ধার করে চিকিৎসা ও খাবারের ব্যবস্থা করেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (ভাসনচর) মো. মাহফুজার রহমান (উপসচিব)।
জানা যায়, বুধবার সকাল ৬টায় ১২ জন জেলে নিয়ে বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটে। এরপর তারা প্রায় ৯ ঘণ্টা পানিতে ছিল। তারা চট্টগ্রামের আনোয়ারা, পেকুয়া, কুতুবদিয়ার বাসিন্দা।
বিকেল ৩টায় জেলেরা সাতরে ভাসানচরে আসে। পরে তাদের উদ্ধার করে ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এরপর খাবার, নতুন পোশাক ও আবাসনের ব্যবস্থা করেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার।
+ There are no comments
Add yours