পাহাড় ধসের শঙ্কা, ২৫০ পরিবারকে আশ্রয়কেন্দ্রে পাঠাল প্রশাসন

Estimated read time 0 min read
Ad1

চট্টগ্রামে নগরে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত ২৫০টি পরিবারকে আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করেছে জেলা প্রশাসন। গতকাল (৫ আগস্ট) রাতে জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান নিজে এ অভিযান পরিচালনা করেন।

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন,কয়েকদিন ধরে চট্টগ্রামে টানা বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের শঙ্কা তৈরি হয়েছে। এতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে মহানগরকে ৬ টি সার্কেলে ভাগ করে জেলা প্রশাসনের টিম কাজ করছে। প্রতিদিন মাইকিং থেকে শুরু করে মানুষকে ঝুঁকিপূর্ণ স্থান থেকে সরে যেতে নির্দেশনা দেওয়া হচ্ছে।

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘পাহাড়ে যাতে মানুষের আর প্রাণ না দিতে হয় সে জন্যে কাজ করছি। মাইকিং থেকে শুরু করে সকলকে সচেতন করার লক্ষে প্রতিদিন জেলা প্রশাসনের টিম কাজ করছে। আজকেও আমি নিজে ঝুকিপূর্ণ পাহাড় থেকে ২৫০টি পরিবারকে সরিয়ে আশ্রয়কেন্দ্রে নিয়েছি। তাদের জন্য প্রতিবেলার খাবারের ব্যবস্থা করেছি। চট্টগ্রামের সকল পাহাড় থেকে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত পরিবারকে ১৯ টি আশ্রয়কেন্দ্রে অবস্থান করার জন্যে নির্দেশনা দেওয়া হয়েছে।’

অভিযানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদ কামাল, কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক, স্টাফ অফিসার টু ডিসি প্লাবন কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours