চট্টগ্রামের বাঁশখালীতে বসতবাড়ীর দেয়াল ধ্বসে মাটির নিচে চাপা পড়ে মোঃ মিসবাহ্ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ৮ টার সময় এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। নিহত শিশু মিজবাহ্ উপজেলার সাধনপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম বৈলগাঁও এলাকার রাতু বাপের বাড়ির মুহাম্মদ রফিউল আলম(৪০) এর ছেলে।
দিনমজুর রফিউলের চার ছেলে-মেয়ের মধ্যে মিজবাহ্ সর্ব কনিষ্ঠতম। নিহত শিশুর পরিবার ও সাধনপুর ইউপি চেয়ারম্যান কে এম. সালাহ্ উদ্দিন কামাল জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ৮ টার সময় প্রবল বৃষ্টির কারনে জরাজীর্ণ বাড়ির চালা বেয়ে পানি মাটির তৈরী দেয়ালে পড়লে পানি চুষে একপর্যায়ে দেয়াল ধ্বসে পড়ে বাড়ির ভিতর ঘুমন্ত অবস্থায় থাকা শিশু মিসবাহ্’র উপর।
এতে শিশুটি মাটির নিচে চাপা পড়ে যায়। রান্নার কাজে ব্যস্থ থাকা শিশু মিসবাহ্’র মা দেয়াল ধ্বসের বিষয়টি টের পেলে সাহায্যের জন্য চিৎকার শুরু করে দিলে প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং শিশুটিকে উদ্ধার করে দ্রুত পাশের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে হাসাপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সময় শিশুটির বাবা বাড়িতে উপস্থিত ছিলেননা বলে জানা যায়। রামদাস মুন্সির হাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন এর পর জানান, জরাজীর্ণ বাড়ির মাটির তৈরী দেয়ালে অতিরিক্ত বৃষ্টির পানি পড়ার কারনে এই দুর্ঘটনা সংঘটিত হয়। এছাড়াও রবিবার সকাল ১১টায় শিশুর জানাযা শেষে লাশ দাফন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন।
স্হানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কে এম সালাউদ্দিন কামাল ও সদস্য মোহাম্মদ আবদুল হামীদ জানান, সাধনপুর ইউনিয়ন পরিষদের পক্ষ হতে নিহত শিশুর পিতা দিনমজুর রফিউল আলমকে জরাজীর্ণ বাড়ীটি সংস্কারের জন্য আর্থিক ভাবে সহযোগিতা করা হবে। শিশু মিসবাহ্’র আকস্মিক মৃত্যুতে গোটা এলাকায় নামে শোকের ছায়া।
আবদুল্লাহ আল রিয়াদ
+ There are no comments
Add yours