ম্যাজিস্ট্রেট পরিচয়ে টাকা আদায়, আটক ২

Estimated read time 1 min read
Ad1

কক্সবাজারের চকরিয়া উপজেলায় ভোক্তা অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার সময় ২ জনকে আটক করেছে জেলা প্রশাসন।

গতকাল (৬ আগস্ট) বিকেল ৫টার দিকে বরইতলি ইউনিয়নের বানিয়ারছড়া স্টেশন থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-  চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আশরাফ আলি ও স্বাস্থ্য সহকারী হাসান মুরাদ সিদ্দিকি।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান জানান, বানিয়ারছড়া এলাকায় গুদাম এবং বিভিন্ন দোকান থেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে দুই ব্যক্তি টাকা আদায় করছে এই ধরনের খবর পেয়ে ঘটনাস্থলে যাই।

পরে দেখা যায় তারা দুজনই চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা। তারা যেভাবে দোকান থেকে টাকা নেয় এটা বেআইনি।

এ বিষয়ে চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শোভন দত্ত বলেন,  দুজনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে সুপারিশ করা হবে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours