চট্টগ্রাম নগরের হালিশহর থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় আলমগীর হোসেন ও আবু তাহের নামে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
এছাড়া রায়ে মোরশেদ আলম ও ইসমাইল হোসেন নামে দুজনকে বেকসুর খালাস দেওয়া হয়। একই সঙ্গে তাদেরকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
আজ (৭ আগস্ট) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভুঞা এই রায় দেন। এ সময় আদালতে দণ্ডপ্রাপ্ত আবু তাহের ছাড়া বাকিরা উপস্থিত ছিলেন। রায় ঘোষণা শেষে দণ্ডপ্রাপ্ত আলমগীরকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয় এবং পলাতক আবু তাহেরের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, ভুক্তভোগী রবিউল আলম হালিশহর থানার সবুজবাগ এলাকার একটি গ্যারেজের প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। ২০০৫ সালের ১৯ ডিসেম্বর তিনি কর্মস্থলে গিয়ে আর ফিরে আসেননি। পরদিন গ্যারেজের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় হালিশহর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। মামলাটি তদন্ত শেষে ২০০৮ সালের ৯ জুন আদালতে ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। এতে উল্লেখ করা হয় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্ত গ্যারেজের কর্মচারীরা তাকে হত্যা করে।
+ There are no comments
Add yours