দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৩-২০২৫ মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন ওমর হাজ্জাজ। তিনি রিলায়েন্স ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী এবং চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম. এ. লতিফের ছেলে।
আজ (৮ আগস্ট) ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে তরফদার মো. রুহুল আমিন সিনিয়র সহ-সভাপতি ও রাইসা মাহবুব সহ-সভাপতি পদে নির্বাচিত হন। তাদের মধ্যে রুহুল আমিন সাইফ পাওয়ার টেকের ব্যবস্থাপনা পরিচালক এবং রাইসা মাহবুব রাইসা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও এফবিসিসিআইয়ের নবনির্বাচিত সভাপতি মাহবুবুল আলমের মেয়ে।
চেম্বারের পরিচালকমণ্ডলী নির্বাচনের লক্ষ্যে ১৫ জুন তফসিল ঘোষণা হয়। সে অনুযায়ী আগামী ৫ সেপ্টেম্বর চেম্বার পরিচালক পর্ষদ নির্বাচনের সময় নির্ধারিত ছিল। কিন্তু মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত সময়সীমা অর্থাৎ ৬ আগস্ট বিকেল ৩ টায় অর্ডিনারি ক্যাটাগরিতে ১২টি পদের বিপরীতে ১২জন প্রার্থী, অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে ৬টির বিপরীতে ৬জন, টাউন অ্যাসোসিয়েশন গ্রুপে ৩টি পদের বিপরীতে ৩জন এবং ট্রেড গ্রুপে ৩টি পদের বিপরীতে ৩জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
এগুলো যাচাই-বাছাইয়ের পর নির্বাচন কমিশন কর্তৃক বৈধ বলে গৃহীত হয়। ফলে প্রতিটি পদের বিপরীতে প্রার্থীর সংখ্যা সমান হওয়ায় ২৪ জন পরিচালকই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এতে করে নির্বাচন বোর্ডের তত্ত্বাবধানে চেম্বারের নবনির্বাচিত বোর্ড অব ডাইরেক্টর্সর সভার মাধ্যমে এই প্রেসিডিয়াম নির্বাচন সম্পন্ন হয়।
+ There are no comments
Add yours