যুক্তরাষ্ট্রের সরকারের অর্থায়নে পরিচালিত পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে দেশব্যাপী একটি জরিপ চালিয়েছে।
সম্পূর্ণ রিপোর্ট >> শেখ হাসিনার কাজে সন্তুষ্ট তবুও তত্ত্বাবধায়ক সরকার চান বাংলাদেশিরা
প্রধানমন্ত্রীর কাজের প্রতি সন্তুষ্ট থাকলেও বেশিরভাগই মতামত দিয়েছেন তারা চান আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হোক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাজের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন ৭০ শতাংশ মানুষ।
২০২৩ সালের ১ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত দেশের ৮ বিভাগের ৬৪ জেলার ৫ হাজার প্রাপ্তবয়স্ক নাগরিকের ওপর এ জরিপ চালানো হয়। মঙ্গলবার (৮ আগস্ট) ‘ন্যাশনাল সার্ভে অব বাংলাদেশ’ শিরোনামে জরিপটির ফলাফল প্রকাশ করা হয়।
এই জরিপে আরও উঠে এসেছে, দেশের বেশিরভাগ নাগরিক মনে করেন দেশ ভুল পথে চালিত হয়েছে। কিন্তু তা সত্ত্বেও সরকার জনগণের সমর্থন ধরে রাখতে পেরেছে। তবে এর সঙ্গে বিরোধী দলের প্রতি সমর্থন বাড়ছে।
অপরদিকে বেশিরভাগ বাংলাদেশি বর্তমান সরকারের কার্যক্রমের প্রতি সমর্থন জানিয়েছেন। জরিপে অংশ নেওয়াদের ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনার কাজের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন।
কিন্তু প্রধানমন্ত্রীর প্রতি সন্তুষ্ঠ থাকলেও আগের তুলনায় বিরোধী দলের সমর্থন অনেক বেড়েছে। ২০১৯ সালে যেখানে বিরোধী দলের প্রতি মানুষের সমর্থন ছিল ৩৬ শতাংশ। সেটি এখন বেড়ে ৬৩ শতাংশে পৌঁছেছে।
+ There are no comments
Add yours