মুন্সীগঞ্জের লৌহজংয়ে পুকুরে গোসল করতে নেমে দুই মাদরাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল (৮ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কুমারভোগ গ্রামে এ ঘটনা ঘটে।
উক্ত গ্রামের শাহ আলম মৃধার মেয়ে চাঁদনী (১০) ও জাহিদ শিকদারের মেয়ে মরিয়ম (১১)। দুজন আমেনা হাকিম দাখিল মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয়রা সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে আমেনা হাকিম দাখিল মাদরাসায় যায় চাঁদনী ও মরিয়ম। তারা ক্লাস শেষে বিকেল ৫টার দিকে মাদরাসা থেকে বাসায় ফিরে খাওয়া-দাওয়া করে ৬টার দিকে বাড়ির পাশের পুকুরে গোসলে নামে।
এরপর বাসায় ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাদের খুঁজতে পুকুরের দিকে যায়। এসময় শিশু চাঁদনীর মরদেহ পানিতে ভেসে উঠতে দেখা যায়। এরপর পুকুরে অনেক খোঁজাখুঁজি করে মরিয়মের মরদেহও উদ্ধার করা হয়। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে পদ্মা সেতু উত্তর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসাইন বলেন, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে শিশু দুটিকে বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে তারা গোসল করতে নেমে ডুবে মারা গেছে।
+ There are no comments
Add yours