রাজধানীতে সকাল থেকে একটানা রোদ থাকায় ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছিল। তবে দুপুরের পর মেঘ চলে আসে ঢাকার আকাশে, তারপর অঝোরে ঝরে বৃষ্টি। এই কিছুক্ষণের বিরতিহীন বৃষ্টিতে ডুবে গেছে ঢাকার বহু সড়ক ও অলিগলি।
আজ (৯ আগস্ট) বিকেল ৪টার দিকে রাজধানীতে শুরু হয় মুষলধারে বৃষ্টি, যা চলে টানা সাড়ে ৫টা পর্যন্ত। এরপর বৃষ্টির তীব্রতা কমেছে, তবে ঝিরিঝিরি বৃষ্টি এখনও ঝরছে (সন্ধ্যা ৬টা)। আনুমানিক দেড় ঘণ্টার বৃষ্টিতে ডুবেছে রাজধানীর অনেক প্রধান সড়ক, অলিগলি ও পাড়া-মহল্লা।
মালিবাগ, শান্তিনগর, সায়েদাবাদ, শনির আখড়া, পুরান ঢাকা, বংশাল, নাজিমুদ্দিন রোড, ধানমন্ডি, মিরপুর-১৩, হাতিরঝিলের কিছু অংশ, আগারগাঁও থেকে জাহাঙ্গীর গেট যেতে নতুন রাস্তা, খামারবাড়ি থেকে ফার্মগেট, ফার্মগেট-তেজগাঁও ট্রাক স্ট্যান্ড সংলগ্ন এলাকা, মোহাম্মদপুরের কিছু অংশ, মেরুল বাড্ডা, ডিআইটি প্রজেক্ট এলাকা, গুলশান লেকপাড় এলাকার সংযোগ সড়কসহ বিভিন্ন সড়ক ও অলিগলিতে বৃষ্টির পর জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সড়কে জমে থাকা পানির মধ্যেই চলছে বিভিন্ন যানবাহন।
এদিকে, জলাবদ্ধ সড়কে যখন যানবাহন চলছে, তখন ঢেউ এসে আছড়ে পড়ছে পথচারীর গায়ে। পানি জমে থাকায় মতিঝিলের সব সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।
এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষ প্রচুর ছবি ও ভিডিও দিচ্ছেন রাজধানীর জলাবদ্ধতা নিয়ে। এসব ছবি ও ভিডিও দেখে বোঝা যাচ্ছে পুরো ঢাকা শহরের বহু সড়ক ও অলিগলি এখন জলমগ্ন হয়ে আছে।
+ There are no comments
Add yours