রাজধানীর মগবাজার ফ্লাইওভারের একটি গোপন আস্তানা (সুড়ঙ্গের মতো) থেকে তিন নারী ও এক পুরুষ ছিনতাইকারীকে আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ। পুলিশের অভিযানের সময় আকবর (১৯) নামে এক ছিনতাইকারী সেখান থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন।
আজ বিকেল ৩টার দিকে ফ্লাইওভারে অভিযান চালায় পুলিশ। এর আগে গতকাল রাতে এই ছিনতাই চক্রের এক নারী সদস্যকে আটক করেছিল পুলিশ। এ ঘটনায় সাধারণ মানুষের পাশাপাশি পুলিশের মধ্যেই বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে। এই চক্রে আর কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ বলছে, ফ্লাইওভারের নিচের খালি জায়গাকে ছিনতাইকারীরা গোপন আস্তানা হিসেবে ব্যবহার করে আসছে, এই জায়গাটি একটা সুড়ঙ্গের মতো। ছিনাতাইয়ের পর এখানে তারা লুকিয়ে থাকে, আর ফ্লাইওভারের নিচ দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়।
আজ (১০ আগস্ট) বিকেলে চারজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন।
আহত যুবক আকবর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। তারা মগবাজার ফ্লাইওভারে ছিনতাই করে তারা নিরাপদে ওই সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যেত। গতকাল রাতে এক ব্যক্তিকে ছিনতাইকারীরা ওই সুড়ঙ্গে নিয়ে যায়। পরে পুলিশ তাকে সেখান থেকে উদ্ধার করে।
+ There are no comments
Add yours