
ঝালকাঠির নলছিটিতে ডাইসু উল্টে মো.সালাউদ্দিন (১৪) নামের এক ডাইসু হেলপার নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১০জুলাই) উপজেলার কাঠের পুল নামক স্থানে এ ঘটন ঘটে। স্থানীয়রা জানায়, সকাল ১১টার দিকে নলছিটি দপদপিয়া সড়কের কাঠেরপুল নামক স্থানে নলছিটি পৌর শহর মুখী একটি ডাইসু সড়কের পাশে উল্টে গেলে এসময় হেলপা মো. সালাউদ্দিন চাপা পরে।
পরে স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিমে প্রেরণ করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সালাউদ্দিন উপজেলার পৌর এলাকার ৭নং ওয়ার্ডের বাসিন্দা মো. আপ্তার আলীর ছেলে। নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মু.আতাউর রহমান জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                        
                
                                    
                                    
                                    
                            
                            
                            
                                                        
                                
                        
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
+ There are no comments
Add yours