
স্মরণ কালের ভয়াবহ বন্যায় ভাসছে দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা ও সাতকানিয়া (আংশিক) সহ বিভিন্ন জেলা। খাদ্য ও পানি সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে বানবাসী মানুষের জীবন।
এমন দুর্যোগপূর্ণ অবস্থায় তাদের পাশে ত্রাণ নিয়ে হাজির হয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সাবেক সদস্য, চন্দনাইশ সমিতি-চট্টগ্রাম এর ট্রাস্টি চেয়ারম্যান, রিহ্যাব বাংলাদেশের ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম রিজিওয়ান চেয়ারম্যান আবদুল কৈয়ুম চৌধুরী।
চন্দনাইশ ও সাতকানিয়া (আংশিক) বন্যার্ত প্রায় ৮ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভায় নগদ অর্থ সহ ৫০০০ পরিবারের মধ্যে নিজ অর্থয়ানে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। নৌকাযোগে উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল ঘুরে ঘুরে আবার মাইলের পর মাইল হেটে হেটে এলাকার জনসাধারণের খবর নিচ্ছেন।
এ বিষয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আব্দুল কৈয়ুম চৌধুরী বলেন, মানবতার কল্যাণে ছুটে যাওয়াই আওয়ামী লীগের ধর্ম। বন্যার ফলে উপজেলার মানুষের দুরাবস্থা দেখে আমরা বসে থাকতে পারিনি। আমরা নিজ জায়গা থেকে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ৫ হাজার পরিবারের পাশে আমরা দাঁড়িয়েছি। জাতির দুর্দিনে বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় অতীতের ন্যায় পাশে থাকবে।
বাংলাদেশ ছাত্রলীগ চন্দনাইশ উপজেলা শাখার সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ চৌধুরী বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির সদস্য আব্দুল কৈয়ুম চৌধুরীর আর্থিক সহযোগিতায় বাংলাদেশ ছাত্রলীগ চন্দনাইশ উপজেলায় বন্যা শুরু থেকেই বন্যাকবলিত মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে।
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                        
                
                                    
                                    
                                    
                            
                            
                            
                                                        
                                
                        
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
+ There are no comments
Add yours