বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে চন্দনাইশ উপজেলা ছাত্রলীগ

Estimated read time 1 min read
Ad1

জাতির সেবা, প্রতিকূল পরিবেশে হাল ধরা, দুর্যোগ-দুর্দিনে গণমানুষের সহায়তা দানের জন্য প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

বর্ন্যায় কবলিত মানুষের পাশে দাড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে জাতির কাছে প্রশংসায় চন্দনাইশ উপজেলা ছাত্রলীগ। চন্দনাইশ উপজেলার বিভিন্ন অঞ্চল পানির নিচে তলিয়ে গেছে। সে সময় ঘরে বসে না থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী দেশরত্ন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশে প্রতিটা গ্রামে গ্রামে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ত্রাণ নিয়ে দাঁড়িয়েছেন চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের সভাপতি, মোহাম্মদ আলমগীরুল ইসলাম এর নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের উপ- আপ্যায়ন বিষয়ক সম্পাদক, মোহাম্মদ ফারুক উদ্দিন,চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক, মাসুদ চৌধুরী, গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কাউছার আলম রিফাত, উপজেলা ছাত্রলীগ নেতা যথাক্রমে জমির উদ্দিন সাগর,মোরশেদ আলম,মীর সাদ মাহমুদ,রাশেদ মোহাম্মদ ওবায়দুল ইসলাম,ফারুক, মেমো,ইমতিয়াজ,সাব্বির হোসাইন নয়ন,আমিনুল হক,মিনহাজ, আহাদ, সাঈদ,মুশফিক সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ’রা

এর আগেও বাংলাদেশ ছাত্রলীগ চন্দনাইশ উপজেলার নেতাকর্মীরা যুগে যুগে বাঙালি জাতির ভাগ্যে যখনই নেমে এসেছে দুর্যোগের ঘনঘটা, দুর্দিনের কালো মেঘ, তখনই এগিয়ে এসেছে ছাত্রলীগ।

দুর্যোগ, সে প্রাকৃতিক হোক আর মানবসৃষ্ট, সামাজিক হোক আর রাজনৈতিক- সর্বাবস্থায় ছাত্রলীগ আগে। ঘরপোড়া কৃষকের অশ্রু মুছেছে ছাত্রলীগ, পাকিস্তানি পুলিশের গুলিতে প্রাণ হারানো তরুণের লাশ কাঁধে নিয়ে মিছিল করেছে ছাত্রলীগ, ঘূর্ণিঝড়ে প্রাণ হারানো লাশের দাফন করেছে ছাত্রলীগ।

১৯৭০ সালের প্রলয়ঙ্কারী ঝড়ে দশ লাখ লোকের দাফন, লাশের পঁচা গন্ধ, লাখে লাখে স্বজন হারানো বুভুক্ষু বাঙালির রোনাজারিতে দেশের দক্ষিণাঞ্চল মহামারীতে ভুগছিল, পাক প্রেসিডেন্ট ইয়াহিয়া খান তখনও বিদেশ সফরে ব্যস্ত। সাত দিন পরে সরকারের ত্রাণের আকাড়া পৌঁছে। ইতিহাসের এই ক্রান্তিলগ্নে, গণমানুষের পাশে এসে দাঁড়িয়েছিল আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ আর ছাত্রলীগের কর্মীরা। জনগণ তার প্রতিদান দিয়েছিল নির্বাচনে।

১৯৮৮ সালের দীর্ঘস্থায়ী বন্যা চলাকালীন সময়ে দেশের শতশত স্কুল-কলেজে তিনবেলা নিজ হাতে রুটি তৈরি করে ক্ষুধার্ত বুভুক্ষের মুখে খাবার তুলে দিয়েছে বঙ্গবন্ধুর এই সৈনিকেরা। ১৯৯১ ও ২০০৪ এর সাইক্লোন, ১৯৯৮, ২০০৪, ২০০৭, ২০১১ এর বন্যা থেকে শুরু করে দেশের ছোট বড় ও মাঝারি আকারের প্রতিটি দুর্যোগে জনগণের দুঃসময়ে এগিয়ে এসেছে বাংলাদেশ ছাত্রলীগ চন্দনাইশ উপজেলার কর্মীরা।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours