টানা তিন দিন পানিতে তলিয়ে ছিল পুরো এলাকা। পানি নামতে শুরু করলে দুর্গম হওয়ায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় পৌঁছেনি সরকারি-বেসরকারি সাহায্য। তাই শনিবার (১২ আগস্ট) সেখানেই পৌঁছে গেল সাতকানিয়া থানা পুলিশ।
এদিন নলুয়া ইউনিয়নের বিল্লা পাড়া ও আশেপাশের ওই এলাকার বাসিন্দাদের পুলিশের ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন পরিবারকে দেওয়া একটি করে ‘ভালোবাসার থলে’। যেখানে থাকা খাদ্যসামগ্রী দিয়ে অন্তত কয়েকদিন জুটবে ভুক্তভোগীদের আহার।
জানতে চাইলে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত বলেন, সীমিত পরিসরে ত্রাণ দেওয়ার ক্ষেত্রে আমরা অপেক্ষাকৃত দুর্গম এলাকা বেছে নিচ্ছি। নলুয়া ইউনিয়নের ওই এলাকাটি একেবারে এলাকাটি দুর্গম। শনিবার আমরা সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শিবলী নোমানের নেতৃত্বে সেখানে পৌঁছে একটি টিম ত্রাণ বিলি করেছি। দুর্গম এলাকায় আমাদের ত্রাণ তৎপরতা অব্যাহত থাকবে।
জানা গেছে, টানা ভারী বর্ষণ, সাংগু ও ডলু নদী ও হাঙ্গর খাল দিয়ে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের সাতকানিয়া লোহাগাড়া ও চন্দনাইশ এলাকায় ভয়াবহ বন্যা হয়। মঙ্গলবার (৮ আগস্ট) থেকে বৃহস্পতিবার (১০ আগস্ট) টানা তিন দিন তিন উপজেলার কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়ে। এ সময়ে পানিতে তলিয়ে তিন উপজেলায় ১৭ জনের মৃত্যু হয়।
ভেসে যায় ফসলের খেত এবং মাছের প্রজেক্ট। স্রোতের তোড়ে সড়কের বিভিন্ন অংশ ভেসে যাওয়া এবং সড়কে বড় বড় গর্তের কারণে অনেকটাই ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট চরম আকার ধারণ করছে বন্যা কবলিত এলাকায়।
+ There are no comments
Add yours