নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় চুরির অপবাদ দিয়ে এক কিশোরকে গ্রাম্য সালিশে বেত্রাঘাত, মাথা ন্যাড়া ও জরিমানা করার ঘটনায় ইউপি সদস্যসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করে মামলা করেছেন নির্যাতনের শিকার কিশোরের মা। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটক দুজনকে শনিবার (১২ আগস্ট) দুপুরে নেত্রকোণা আদালতে সোপর্দ করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার বলাইশিমুল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং সরাপাড়া গ্রামের মৃত আব্দুল ওয়াহেদের ছেলে সবুজ মিয়া (৫৫) ও একই গ্রামের মৃত আখের উদ্দিনের ছেলে স্থানীয় মাতব্বর আবু তাহের (৬৫)।
এর আগে গত সোমবার (৭ আগস্ট) রাত ৯টা থেকে পরদিন মঙ্গলবার (৮ আগস্ট) সকাল ১১টার মধ্যে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের সরাপাড়া বাজারে ওই কিশোরের ওপর নির্যাতনের ঘটনা ঘটে।
কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন বলেন, ঘটনাটি জানার পর শুক্রবার বিকেলে ইউপি সদস্যসহ দুজনকে আটক করা হয়। পরে ওইদিন রাতেই নির্যাতনের শিকার কিশোরের মা বাদী হয়ে থানায় মামলা করলে আটকদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
+ There are no comments
Add yours