সুজন চৌধুরী, চট্টগ্রাম:
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন সিনেমা প্যালেস এলাকায় অভিযান চালিয়ে হাঙ্গর মাছের তেলসহ তিন জন চোরাকারবারিকে আটক করেছে র্যাব-৭।
্শনিবার (১৮ জুলাই) র্যাব-৭ এর একটি দলের অভিযানে সিনেমা প্যালেস এলাকায় ট্রাকে করে কক্সবাজার জেলার কুতুবদিয়া থেকে ময়মনসিংহের ত্রিশালে পরিবহনের সময় কুতুবদিয়ার হায়দারপাড়ার মৃত জাবের আহমদের ছেলে মোঃ রাশেদ ( ৩২), কুমিল্লার মুরাদনগর কাজিয়াতলের মৃত কাজী রমিজ উদ্দীনের ছেলে কাজী সোহেল (৩২) এবং কুমিল্লার মুরাদনগর সাতমোড়ার মোঃ আনুল কালামের ছেলে মোঃ সাগর (২৭)’কে আটক করে।
এসময় আটক করা একটি মিনি-ট্রাকের ভিতর ১৮ টি ব্যারেল থেকে ৩,৬০০ লিটার অবৈধভাবে উৎপাদনকৃত হাঙ্গর মাছের তেল এবং পরিবহনে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ করা হয়। র্যাব জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে বিপন্ন প্রজাতির সামুদ্রিক হাঙ্গর মাছ ধরে হত্যা করে তাদের তেল দেশের বিভিন্ন জায়গায় অবৈধভাবে পাচার করে আসছিল।
উদ্ধারকৃত হাঙ্গরের তেলের আনুমানিক মূল্য ২১ লক্ষ ৬০ হাজার টাকা এবং জব্দকৃত মিনি-ট্রাকটির আনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা বলেও জানায় র্যাব।
+ There are no comments
Add yours