বাঁশখালীতে বাস চাপায় ২ মোটর সাইকেল আরোহী নিহত, আহত ১

Estimated read time 1 min read
Ad1

আবদুল্লাহ আল রিয়াদ(প্রতিনিধি) বাঁশখালী:- চট্টগ্রামের বাঁশখালীতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সবর জিয়া সায়মন(২৬) ও আবদুশুক্কুর (২৮) নামে দুই জন ব্যাক্তি নিহত হয়েছেন এছাড়াও মোহাম্মদ তাকিব(১৯) নামে একজন হাসপাতালে মুত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

সোমবার দুপুর একটার সময় কালীপুর ইউনিয়নের রামদাস মুন্সির হাটের দক্ষিণ পাশে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়। প্রত্যক্ষদর্শীসূত্রে জানাযায়, শহরগামী বাস(বাঁশখালী সুপার সার্ভিস) এর নিচে চাপা পড়ে বিপরীত দিক হতে আসা তিন মোটর সাইকেল আরোহী, এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় দুইজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়।

রামদাশ মুন্সির হাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাঁদের একটি টিম দ্রুত ঘটনা স্হলে পৌছান এবং ঘটনাস্থলেই দুর্ঘটনার শিকার তিন জনের মধ্যে একজনের মৃত্যু নিশ্চিত করেন। অপর দুইজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হলে সেখানে চিকিৎসারত অবস্থায় আরো একজনের মৃত্যু হয়।

অন্যজন চট্টগ্রাম মেডিকেলে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (Icu)তে চিকিৎসারত আছেন। তার অবস্থাও আশংকাজনক জনক বলে জানিয়েছেন তিনি।তিনি আরো জানান নিহতদের পরিবারের পক্ষহতে কোন প্রকার মামলা না করাতে পোস্টমর্টেম ছাড়া দুটি লাশই পরিবারকে হস্তান্তর করা হয়। জানা যায়, নিহত সবর জিয়া সায়মন ৫নং কালীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড জঙ্গল গুনাগরির বাঁশবুনিয়া পাড়ার মোহাম্মদ শুক্কুর সওদাগরের পুত্র। পেশাগত জীবনে তিনি ট্রাক চালক ছিলেন।

নিহত অপরজন আবদুশুক্কুর(শুক্কনি) একই এলাকার বাসিন্দা মোহাম্মদ আফজাল আহমদের পুত্র। পেশাগত জীবনে তিনি দিনমজুর ছিলেন। আহত মোহাম্মদ তাকিব একই ওয়ার্ডের বাসিন্দা জুগির পাড়ার আবু তাহেরের সন্তান। স্হানীয় ইউপি চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম শাহাদাত আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি নিহতদের পরিবারের সাথে দেখা করেন এবং ব্যাক্তিগত ও ইউনিয়ন পরিষদের পক্ষ হতে নিহতদের পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করবেন।

সেই সাথে তিনি বাঁশখালীতে এরকম অনাঙ্ক্ষিত দুর্ঘটনার হার কমিয়ে আনতে সরু রাস্তা প্রসস্থ করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। স্হানীয় ইউপি সদস্য মোহাম্মদ জিসান জানান, নিহত ও আহত তিন জনই তার ওয়ার্ডের বাসিন্দা এবং দ্ররিদ্র, তার মধ্যে নিহত আবদু শুক্কুরের বউ সন্তান সম্ভবা। জন্মের আগেই বাচ্চাটি হারিয়েছেন পিতা।

তবে তিনি ব্যাক্তিগত ও ইউনিয়ন পরিষদের পক্ষ হতে সর্বাত্মক সহায়তা করবেন বলে আশ্বাস প্রদান করেন। সোমবার সন্ধ্যা সাতটায় বাঁশখালী ডিগ্রি কলেজ মাঠে নিহত দুইজনের একসাথে জানা যা শেষে লাশ দাফন করা হয় বলেও তিনি নিশ্চিত করেছেন। হঠাৎ করে এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নামে শোকের ছায়া।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours