মাঝারি মাত্রার ভূমিকম্পে কাঁপল দেশ

Estimated read time 1 min read
Ad1

প্রায় দুই মাসের ব্যবধানে আবারও সিলেটে ভূমিকম্প হয়েছে। একইসঙ্গে ঢাকাসহ দেশের কয়েকটি জেলায়ও ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪৯ মিনিটে এ ভূ-কম্পন অনুভূত হয়।

ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র ও সিলেট আবহাওয়া অফিসের তথ্য মতে, ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ছিল আসামের মেঘালয়। উৎপত্তিস্থলে এর গভীরতা ছিল ৩৫ কিলোমিটার। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ২২৮ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে।

এদিকে ভূমিকম্পের সময় সিলেট নগরীর মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। তাৎক্ষণিক লোকজন বাসা-বাড়ি, দোকানপাট, মার্কেট ও বিপণী বিতান থেকে বেরিয়ে রাস্তায় অবস্থান নেয়।

প্রসঙ্গত, এর আগে গত ১৫ জুন সকাল ১০টা ৪৬ মিনিটে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫। যার স্থায়িত্ব ছিল ১৫ সেকেন্ড এবং এর উৎপত্তিস্থল ছিল সিলেট শহর থেকে ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours