নোয়াখালীর সদর উপজেলায় শোক দিবসের কর্মসূচিতে যাওয়ার পথে লাল-সবুজ ও সুগন্ধা পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে সোনাপুর-সুবর্ণচর সড়কের ধর্মপুর ইউনিয়নের উত্তর ওয়াপদা বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। এতে সুগন্ধা পরিবহনের বাসচালক ও লাল-সবুজ পরিবহনের সুপারভাইজারসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালে সুগন্ধা পরিবহনের একটি বাস সুবর্ণচর উপজেলা থেকে জেলা শহর মাইজদীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত শোক র্যালি ও আলোচনা সভায় যাচ্ছিল। জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
যাত্রাপথে বাসটি সদর উপজেলার বিমানবন্দর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লাল-সবুজ পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সুগন্ধা বাসের ১৪ জন যাত্রী আহত হন। লাল-সবুজ পরিবহনের বাসটিও সুবর্ণচর উপজেলা থেকে একই কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের আনার জন্য যাচ্ছিল। খবর পেয়ে জেলা ফায়ার সার্ভিসের সদস্যরা আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেন।
+ There are no comments
Add yours