সারা দেশের ন্যায় কুড়িগ্রামে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছেন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ।
১৫ আগষ্ট (মঙ্গলবার) সকালে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন শেষে কুড়িগ্রাম সরকারি কলেজে শিক্ষক, শিক্ষার্থী, দলীয় নেতৃবৃন্দের অংশগ্রহনে একটি শোক র্যালি বের করা হয়। র্যালিটি কুড়িগ্রামের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভার স্থলে মিলিত হয়।
এসময় উপস্থি ছিলেন, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলী, সহ-সভাপতি আব্রাহাম লিংকন, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন, কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নয়ন, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম শরিফ, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোলায়মান গাদ্দাফি, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি কামরুজ্জামান কাজল সহ কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও কুড়িগ্রাম সরকারি কলেজের বিভিন্ন বিভাগের ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
+ There are no comments
Add yours