রাজবাড়ীতে বিলুপ্তপ্রায় ২‌টি কানাকুয়া অবমুক্ত

Estimated read time 1 min read
Ad1

রাজবাড়ী‌তে আহত অবস্থায় উদ্ধার করা বিলুপ্তপ্রায় ২‌টি কানাকুয়া‌র বাচ্চা‌কে দুই মাস লালনপাল‌নের পর অবমুক্ত করা হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) জেলা শহরের সজ্জনকান্দা টিঅ্যান্ডটি পাড়া এলাকায় সাংবা‌দিক লিটন চক্রবর্তী বাড়ির পা‌শে পা‌খি দুটি‌কে অবমুক্ত করা হয়।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন রাজবাড়ী সদর উপ‌জেলা প্রা‌ণিসম্পদ কর্মকর্তা ডা. মো. খায়ের উদ্দীন আহ‌মেদ। অন্যদের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন জেলা পোল্ট্রি ডেভেলপ‌মেন্ট অ‌ফিসার মে‌হেদী হাসান, আহত কানাকুয়া পালনকারী সাংবা‌দিক লিটন চক্রবর্তী, পা‌খি দুটি উদ্ধারকারী আশরাফুল আলম আক্কাস, সো‌নিয়া আক্তার স্মৃ‌তি প্রমূখ।

জানা‌ গে‌ছে, প্রায় দুই মাস আগে রাজবাড়ী সদ‌রের খানগ‌ঞ্জের বেলগা‌ছি স্টেশন এলাকায় বাসা ভে‌ঙে মা‌টি‌তে প‌রে মারাত্মকভা‌বে আহত হয় ৭ দিন বসয়ী দুটি কানাকুয়ার বাচ্চা‌। প‌রে পা‌খির বাচ্চা দুটি‌কে স্থানীয় লালনভক্ত আক্কাস উদ্ধার করে চি‌কিৎসা ও পরামর্শের জন্য প্রা‌ণিসম্পদ অ‌ফিসসহ ৯৯৯-এ ফোন করে যোগাযোগ ক‌রে ব্যর্থ হন।

প‌রে সাংবা‌দিক লিটন চক্রবর্তী‌কে‌ বিষয়‌টি জানা‌লে তি‌নি চারুকারুর শি‌ল্পি আবু আব্দুল্লাহ স্বপন ও অনন্ত সরকা‌রকে পা‌ঠি‌য়ে কানাকুয়ার বাচ্চা দুটি‌কে উদ্ধার ক‌রে নি‌য়ে এসে তার তত্ত্বাবধা‌নে রে‌খে চিকিৎসা করেন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours