দেশব্যাপী শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা। তবে সিলেট সরকারি কলেজ ও ক্লাসিক স্কুল এন্ড কলেজের কিছু শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি। বুধবার (১৬ আগস্ট) পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে এসব শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসেন।
শিক্ষার্থীদের অভিযোগ, ক্লাসিক স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল টাকা ছাড়া প্রবেশপত্র দেননি। কিন্তু স্কলার্সহোম কলেজ থেকে ফেল করে টিসি নেওয়া ছাত্ররা এই কলেজে ভর্তি হয়ে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন।
এদিকে, আন্দোলনরত শিক্ষার্থীরা যেন বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না করতে পারেন সেজন্য শাহপরান থানা পুলিশ ঘটনাস্থলে যান। রাতে ঘটনাস্থলে যান সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ। তিনি অধ্যক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে ঘটনাস্থল থেকে সরিয়ে দেন।
এ বিষয়ে সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ জেড এম মাইনুল হোসাইন বলেন, প্রবেশপত্র না পেয়ে পরীক্ষা দিতে না পারার কোনো অভিযোগ আমার কাছে আসেনি। এখন সব ভর্তি অনলাইনে হয়। কেউ অন্যভাবে প্রভাবিত হয়ে প্রতারিত হলে দায় কলেজ কর্তৃপক্ষের নয়।
+ There are no comments
Add yours