জামালপুর জেলা সদরের নারায়নপুর তদন্ত কেন্দ্রের পুলিশ এক অভিযান চালিয়ে ২৩ কেজি গাঁজা সহ এক নারী সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
জানা গেছে, নারায়নপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) হাবিবুর রহমানের নেতৃত্বে এসআই ফজলে এলাহী ও এএসআই রফিকুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর সদর উপজেলার নারায়নপুর তদন্ত কেন্দ্রের পুলিশ গতকাল ২২ আগস্ট সোমবার রাতে তিতপল্লা ইউনিয়নের শিলকুড়িয়া গ্রাম থেকে এক নারী সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতার কৃতরা হলেন মোঃ রিপন মিয়া ওরফে দুখু মিয়া (৪০),মোঃ লেবু মিয়া (৪৬) পিতা মৃত নাজিম উদ্দীন ও মোরশেদা বেগম স্বামী রিপন মিয়া। তাদের কে ২৩ আগস্ট বুধবার সকালে জামালপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। পুলিশ জানায়, গ্রেফতার কৃতরা মাদক ব্যবসায়ী।
এলাকাবাসী সূত্র জানায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রিপন ও লেবু এরা আপন দুই ভাই। দীর্ঘদিন ধরে গোপনে এ মাদক ব্যবসা করে আসছিল এবং তারা এ ব্যবসা করে বিলাসবহুল বাড়ীও করেছে। পুলিশ তাদের কে গ্রেফতার করাই এলাকায় সাধারণ মানুষদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। উল্লেখ্যঃ মাদকের বিশাল একটি চালান সহ তিন মাদক ব্যবসাী কে আটক করায় স্থানীয় এলাকাবাসী নারায়নপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) হাবিবুর রহমান সহ সকল পুলিশ কর্মকর্তা ও সদস্যদের কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
+ There are no comments
Add yours