বিদ্যুতের মিটার প্রদানে গ্রাহকের কাছে ঘুষ দাবি ও গ্রাহক হয়রানির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম।
কক্সবাজারের কুতুবদিয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অফিসে গতকাল (২৮ আগস্ট) অভিযানের সময় মিটার দিতে ঘুষ গ্রহণের প্রমাণ মিলেছে। আজ (২৯ আগস্ট) সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা উপ-পরিচালক মুহাম্মদ আরিফ সাদেক অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক সূত্রে জানা যায়, কক্সবাজারের কুতুবদিয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অফিসের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে বিদ্যুতের মিটার প্রদানে গ্রাহকের কাছে ঘুষ দাবি ও হয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের কক্সবাজার অফিসের এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে।
পরিদর্শনের সময় দেখা যায়, মিটার সংযোগ প্রদানের ক্ষেত্রে রসিদ দেওয়া ছাড়া টাকা নগদে নেওয়া হয়। ওই অফিসে কোনো সিটিজেন চার্টার না থাকায় জনসাধারণ ওই অফিসের সেবা সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য জানতে পারছে না। ফলে গ্রাহকরা নানাভাবে হয়রানি হচ্ছেন।
+ There are no comments
Add yours