
ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের (ডিআরএসপি) অধীন নিরাপদে বাস ব্যবহারের পরীক্ষামূলক প্রকল্প সোমবার (৪ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে।
ঢাকা মহানগরীর সড়কে নিরাপত্তা বাড়ানো এবং সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহযোগিতায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের (ডিআরএসপি) কারিগরি সহায়তায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
আজ (৩ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রকল্পটি কাকলী বাস স্ট্যান্ড (মহাখালী অভিমুখী) এলাকায় আগামী ৪ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত (শুক্রবার ও শনিবার ছাড়া) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলমান থাকবে। প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করার জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি), ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি), বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) সহযোগিতা করছে।
এই কার্যক্রম জোরদার করার জন্য কাকলী-বনানী বাস স্ট্যান্ডে সচেতনতামূলক লিফলেট বিতরণ হচ্ছে, যাতে সড়ক ব্যবহারকারীরা ট্রাফিক আইন মেনে চলে এবং ডিএমপির ট্রাফিক বিভাগের কাজে সহযোগিতা করে।
বাস যাত্রীদের প্রতি নির্দেশনা
- রাস্তায় যেকোনো স্থান থেকে থেকে বাসে উঠবেন না বা নামবেন না।
- নিরাপদে বাস স্ট্যান্ড থেকে বাসে ওঠা-নামা করুন।
বাসচালক ও হেল্পারের প্রতি নির্দেশনা
- বাম দিকের লেন ব্যবহার করে বাস স্ট্যান্ডে আসুন।
- শুধু বাস স্ট্যান্ড থেকে যাত্রী নিন।
প্রকল্পের যেকোনো অনুসন্ধানের জন্য অনুগ্রহ করে নিকটবর্তী ডিএমপি ট্রাফিক গুলশান বিভাগের সঙ্গে যোগাযোগ করুন অথবা Dhaka.road.safety@gmail.com এই ঠিকানায় মেইল করুন।
+ There are no comments
Add yours