জামালপুরের মেলান্দহে রায়ের বাকাই দাখিল মাদ্রাসার সীমানা প্রাচীর ভেঙে রাস্তা নির্মানের অভিযোগ মাদ্রাসার সুপার মাওলানা আবুল কালামের বিরুদ্ধে। সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্ঠি হয়েছে।
জানা যায়, মাদ্রাসার নিরাপত্তার বিষয়টি বিভেচনায় ২০১৮-২০১৯ অর্থবছরে জামালপুর জেলা পরিষদ ১লক্ষ ৫০ হাজার টাকা ব্যায়ে সীমানা প্রাচীর নির্মান করে। সীমানা প্রাচীরের পাশে মাদ্রাসার সভাপতি আবু হানিফের কৃষি জমি রয়েছে।
কৃষি জমি প্লট আকারে বিক্রির জন্য রাস্তার সুবিধার্থে সীমানা প্রাচীর ভেঙে ফেলেন মাদ্রাসার সুপার ও মাদ্রাসার সভাপতি। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মাদ্রাসার সভাপতি আবু হানিফের নিকট সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলায় কারণ জানতে চাইলে তিনি বলেন, কমিটির সকলের সিদ্ধান্তে দেওয়াল ভাঙ্গা হয়েছে। আপনার ব্যক্তিগত স্বার্থে সীমানা প্রাচীর ভাঙ্গা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বিষয়টি স্বীকার করেন।
রবিউল ইসলাম
+ There are no comments
Add yours