চলতি সংসদেই সংশোধিত তামাক আইন পাসের তাগিদ

Estimated read time 1 min read
Ad1

তামাকজাত পণ্য ব্যবহারে প্রতিদিন বাংলাদেশে ৪৪২ জনের মৃত্যু হচ্ছে। এ মৃত্যু ঠেকাতে ও জনস্বাস্থ্য সুরক্ষায় সংশোধিত ধূমপান ও তামাক ব্যবহার নিয়ন্ত্রণে আইনটি সংসদে দ্রুত উত্থাপন ও পাসের তাগিদ দিয়েছেন মহিলা আওয়ামী লীগের সভাপতি ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি।

আজ (৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নারী মৈত্রী আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নীতিনির্ধারকদের তিনি এ তাগিদ দেন।

মেহের আফরোজ চুমকি বলেন, প্রায় ৩ কোটি ৮৪ লাখ মানুষ বাংলাদেশে পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছে, বিশেষ করে শিশু ও নারীরা সবচেয়ে বেশি ভুক্তভোগী। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে তামাকমুক্ত করতে সে লক্ষ্যেই আইনটির খসড়া তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রীর কাছে আমি সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইনটি পাসের জোরালো দাবি জানাচ্ছি। আইনটি দ্রুত পাস করা গেলে প্রধানমন্ত্রীর তামাকমুক্ত বাংলাদেশ গঠনে মাইলফলক হিসেবে কাজ করবে।

সভায় আরও উপস্থিত ছিলেন তামাক বিরোধী সংসদীয় নারী ফোরামের সদস্য শিরিন নাঈম পুনম (সাবেক সংসদ সদস্য), ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডসের (সিটিএফকে) প্রোগ্রাম’স ম্যানেজার আব্দুস সালাম মিয়াসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি এবং তামাকবিরোধী সংগঠনের নেতারা।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours