
রাজধানীর শাহজানপুরের একটি বাসা থেকে মিতু আক্তার (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনাটি ঘটে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ। মিতু আক্তারের বাড়ি বগুড়া জেলার সদর থানার সাতগ্রাম এলাকায়।
শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এস আই) মো. সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে আমরা দুপুরের দিকে ২২৯ নং গুলবাগের বাসার একটি কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধূর মরদেহটি উদ্ধার করি। প্রাথমিক তদন্তে আমরা জানতে পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন।
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                        
                
                                    
                                    
                                    
                            
                            
                            
                                                        
                                
                        
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
+ There are no comments
Add yours