বিদ্যালয়ের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে এমপি নজরুল

Estimated read time 1 min read
Ad1

এম হেলাল উদ্দিন নিরব 

জ্ঞান আহরণের জন্য প্রবেশ কর-দেশের সেবায় বেড়িয়ে পড়” এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন ফাউন্ডেশন এর উদ্যোগে চন্দনাইশ উত্তর হাশিমপুর ছৈয়দাবাদ এলাকায় প্রায় ৪ একর জমির উপর মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়।

আজ ১৫ জানুয়ারি শুক্রবার বিকালে উত্তর হাশিমপুর খাঁনহাট রেল ষ্টশনের দক্ষিণ পার্শ্বে অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চন্দনাইশ উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিদ্যালয়ের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন এর শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য,শ্রম ও কর্মসংস্থান এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী।

এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন শিক্ষানুরাগী শিল্পপতি রিহ‍্যাব চট্টগ্রামের প্রেসিডেন্ট ও ফাউন্ডেশনের সদস‍্য আব্দুল কৈয়ুম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মো.মাহবুবুল আলম খোকা, উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. সোলায়মান ফারুকী, মহিলা ভাইস চেয়ারম্যান এড. কামেলা খানম রুপা,চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ হোসেন, ফাউন্ডেশনের সদস‍্য বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুস ছাত্তার চৌধুরী,চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন সরকার,মাধ‍্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা, উপজেলা আ. লীগ নেতা হাবিবুর রহমান, অধ্যাপক আবু সাদেক মোহাম্মদ মুছা, অধ্যাপক মিয়া মোহাম্মদ ইউচুপ চৌধুরী, ডাক্তার শাহাদাত হোসেন, চট্টগ্রাম জেলা নাজির মো.জামাল উদ্দিন, হাশিমপুর ইউনিয়ন চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী, বৈলতলী ইউনিয়ন আনোয়ারুল মোস্তফা চৌধুরী দুলাল, আব্দুল মন্নান, চন্দনাইশ সমিতি চট্টগ্রাম এর সভাপতি আবু তাহের চৌধুরী, মক্তিযোদ্ধা জাফর আলী হিরু, অধ্যাপক সিরাজুল করিমসহ স্হানীয় গন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।

এই সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় বর্তমানে চন্দনাইশে সকল সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগ সরকার জনগণের সরকার ও উন্নয়নের সরকার। জননেত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলে বিশ্বের দরবারে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। চন্দনাইশ উপজেলার এমন কোন স্কুল কলেজ নেই যেখানে আমরা উন্নয়নের জন্য কাজ করছি না।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours