যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী ক্রিড়ামোদি ব্যক্তিত্ব গাছুয়ার কৃতি সন্তান মনিরুজ্জামান চৌধুরী শিমুলের সাথে ৬ সেপ্টেম্বর দুপুরে চৌধুরী বাড়িতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি বলেন আমি প্রচার বিমুখ একজন ব্যক্তি, আমার সাধ্যমতে সমাজের অবহেলিত গরীব দুঃখী মেহনতী মানুষের সেবা করে বাকি জীবন কাটাতে চাই, তার জন্য আপনাদের সহযোগিতা চাই, তিনি আরো বলেন আমাদের সন্দ্বীপে কোন সরকারি বেসরকারি হাসপাতালে কোন আইসিও নেই, যার কারনে অনেক রোগী মারা যায়।
মানুষ মানুষের জন্য এই ব্রতকে সামনে নিয়ে সন্দ্বীপের মানুষের স্বাস্থ্য সেবায় আইসিইউ সংযোজন আমার স্বপ্ন। আমি আমার সাধ্যমতে চেষ্টা করে যাচ্ছি নিজ উদ্যেগে হোক বা সকলের সহযোগিতার মাধ্যমে সন্দ্বীপে একটি আইসিও করা যায় কিনা।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার আহ্বায়ক ইলিয়াছ সুমন, এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাছুয়া একে একাডেমির সাবেক প্রধান শিক্ষক আবদুস সাত্তার, বাংলাদেশ কৃষি ব্যাংক সন্দ্বীপ শাখার ব্যাস্হাপক আক্তারুজ্জামান সুজন, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক চারু মিল্লাত, যুগ্ম আহ্বায়ক মিলাদ মোদাচ্ছির, যুগ্ম আহ্বায়ক কাউছার মাহামুদ দিদার, সদস্য সচিব পুষ্পেন্দু মজুমদার, সদস্য মাহমুদুর রহমান, সাইফুল ইসলাম, আবদুল হামিদ, দিদারুল আলম,দৈনিক ভোরের আওয়াজ সন্দ্বীপ প্রতিনিধি শিহাব, ইশরাফ আহম্মেদ তানভীর, ইমন সূত্রধর, মন্জয় সূত্রধর,সন্দ্বীপ সংযোগের চিফ ফসিউল আলম,মতবিনিময় শেষে জনাব মনিরুজ্জামান চৌধুরী শিমুল কে বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক সম্মাননা প্রদান করা হয়।
+ There are no comments
Add yours