নলছিটির কৃষি কার্যক্রম পরিদর্শন করলেন অতিরিক্ত পরিচালক

Estimated read time 1 min read
Ad1

আমির হোসেন, ঝালকাঠিঃ

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আফতাব উদ্দিন শনিবার নলছিটি উপজেলার বিভিন্ন কৃষি বিষয়ক কার্যক্রম পরিদর্শন করেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র উপপরিচালক কৃষিবিদ মোঃফজলুল হক,উপজেলা কৃষি কর্মকর্তা ইসরাত জাহান মিলি,এইও ও সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।

সকাল সাড়ে ৯ টায় তিনি মগড় ও ভৈরবপাশা ইউনিয়নের নিলু বেগমের ভার্মি কম্পোস্ট ,সাবিরা ও হেলেনা বেগমের পুষ্টি বাগান পরিদর্শন করেন।এর পরে তিনি উপজেলা কৃষি অফিস আয়োজিত কৃষক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।পরবর্তীতে উপজেলায় কর্মরত উপসহকারীদের সাথে মতবিনিময় করেন।বিকেলে সিদ্ধকাঠি ইউনিয়নে আয়োজিত স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্টের মাঠ দিবস প্রোগ্রামে অংশগ্রহণ করেন।

এ সময় অতিরিক্ত পরিচালক ,বিশ্বের খাদ্য উৎপাদন পরিস্থিতে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন।পাশাপাশি জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত সোনার বাংলা গড়ে তোলার জন্য নিত্য নতুন প্রযুক্তিগুলো গ্রহণ করতে আহবান জানান।করোনাকালীন সময়ে কৃষি বিভাগের কার্যক্রম তুলে ধরোর পাশাপাশি ও পরবর্তী চ্যালেঞ্জ

মোকাবেলায় সবাইকে কাজ করার অনুরোধ করেন।
স্থানীয় আওয়ামীলীগ নেতা সোহরাব মাষ্টারের সভাপতিত্বে অনান্যদের মধ্যে ডিডি, ইউএও,এইও সহ বিপুল সংখ্যক কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন ।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours