ইউরোপগামী বাংলাদেশিসহ ২৭০ অভিবাসীকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী (দায়িত্বপ্রাপ্ত) ইমাদ ট্রাবেলসি। তিনি জানান, তিউনিশিয়ার সঙ্গে থাকা সীমান্তে নজরদারি বাড়াতে নিরাপত্তা ক্যামেরা বসানো হবে।
ইমাদ বলেন, প্রথমবারের মতো তিউনিশিয়ার সঙ্গে থাকা লিবিয়া সীমান্তে দিনরাতের জন্য নজরদারি ক্যামেরা বসানো হচ্ছে। নিরাপত্তা জোরদার করতে সীমান্তে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে।
গত ৬ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, লিবিয়ায় অভিবাসীদের বসতি স্থাপনের চেষ্টা করছে কিছু দেশ এবং আন্তর্জাতিক সংস্থা। এছাড়া মানবপাচার এবং সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপে পাঠানোর লক্ষ্যে সশস্ত্র গোষ্ঠী নিয়ন্ত্রিত কিছু অভিবাসী শিবির বন্ধ করে দেওয়া হয়েছে।
ইমাদ জানান, সোমালিয়া, সুদান, নাইজেরিয়া এবং বাংলাদেশের ২৫০ জন অনিয়মিত অভিবাসীকে স্বেচ্ছায় প্রত্যাবাসনের আওতায় নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
তিনি বলেন, মৃত্যুর পথ বেছে না নিতে আমরা সবাইকে বোঝানোর চেষ্টা করছি। তিনি বলেন, ৬ সেপ্টেম্বর লিবিয়ায় আটক ইউরোপমুখী ২৭০ অভিবাসীকে প্রত্যাবাসনের প্রক্রিয়া শুরু হয়েছে।
+ There are no comments
Add yours