আবার রাজপথে পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে বিরোধী দল বিএনপি ও ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ রাজধানীর বিভিন্ন স্থানে সমাবেশ করবে বিএনপিসহ বিরোধী দলগুলো। অন্যদিকে আওয়ামী লীগও কর্মসূচি নিয়ে মাঠে থাকবে।
বিএনপিসহ বিরোধী দলগুলোর সমাবেশ : সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে রাজধানীতে সমাবেশ করবে বিএনপিসহ যুগপৎ আন্দোলনে থাকা বিরোধী দলগুলো।
সকাল থেকে বিকেল পর্যন্ত দিনব্যাপী রাজধানীর বিভিন্ন এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
বিকেল ৪টায় পুরানা পল্টন মোড়ে সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ। একই সময়ে বিজয়নগর পানির ট্যাংকির সামনে ১২ দলীয় জোট, পল্টনের আলরাজী কমপ্লেক্সের সামনে জাতীয়তাবাদী সমমনা জোট সমাবেশ করবে।
বিকেল ৩টায় পূর্ব পান্থপথে এফডিসিসংলগ্ন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বিকেল সাড়ে ৩টায় পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সমাবেশ করবে নুরুল হক নুর নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ (একাংশ)।
এছাড়া বাম গণতান্ত্রিক ঐক্য সকাল ১০টায় পল্টন মোড়ে, লেবার পার্টি বেলা ১১টায় নয়াপল্টন দলীয় কার্যালয়ে সামনে, গণফোরাম ও পিপলস পার্টি যৌথভাবে বিকেল ৪টায় আরামবাগ দলীয় কার্যালয়ে সামনে এক দফা দাবিতে একই কর্মসূচি পালন করবে।
কর্মসূচি নিয়ে মাঠে থাকবে আ.লীগ : আজ শুক্রবার রাজধানীতে আওয়মাী লীগও কর্মসূচি দিয়েছে। ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশের পাশাপাশি সতর্ক অবস্থানের মাধ্যমে আওয়ামী লীগ আজ আরেক দফা শোডাউন করবে বলে মনে করা হচ্ছে।
বিএনপির সমাবেশের ঠিক দেড় কিলোমিটার দূরে ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশ করবে আওয়ামী লীগ। শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
+ There are no comments
Add yours