সীতাকুন্ডে ডাকাত, মাদক ও দস্যুতা প্রতিরোধে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত
সীতাকুণ্ড প্রতিনিধিঃ
‘পুলিশের কাজ হল জনগনের নিরাপত্তা দেয়া আর জনগনের কাজ হল অপরাধ দমনে সহযোগীতা করা। ডাকাত, মাদক ও দস্যুতা প্রতিরোধে থানা পুলিশের পাশাপাশি জেলা পুলিশের ৪৫ জন সদস্যও ডাকাত প্রতিরোধ টিমে কাজ করবে।
আধুনিক প্রযুক্তির মাধ্যমে শীঘ্রয় ডাকাত দলের হোতাদের ধরে জনগনের সামনে হাজির করে সীতাকুণ্ডকে ডাকাত, মাদক ও দস্যুতামুক্ত করা হবে।
ক্রমবর্ধমান ডাকাতির ঘটনায় ডাকাত, দস্যুতা ও মাদক প্রতিরোধে জনসচেতনতামূলক সভায় এসব কথা বলে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ জাকির হোসেন খান।
গতকাল ১৯ জানুয়ারি মঙ্গলবার বিকালে মুরাদপুর ক্যাপ্টেন শামসুল হুদা উচ্চ বিদ্যালয়ের হল রুমে সীতাকুন্ড মডেল থানা আয়োজিত সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল্লাহ্ আল বাকের ভূইয়া, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মসিউদৌলা রেজা, অতিরিক্ত পুলিশ সীতাকুন্ড সার্কেল মো. আশরাফুল করিম, নবাগত অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদসহ স্থানীয় মান্য ব্যাক্তিবর্গ ও ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দরা।
+ There are no comments
Add yours