বাগেরহাটের রামপালে তাপ বিদ্যুৎকেন্দ্রের ২৬৩ কেজি তামার তারসহ চোরচক্রের ৩ জন সদস্যকে আটক করেছে আনসার ব্যাটালিয়নে সদস্যরা।
আজ (২১ সেপ্টেম্বর) সকালে বিদ্যুৎকেন্দ্রের এক নম্বর গেটে একটি মাইক্রোবাস তল্লাশি করে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- বাগেরহাটের ভাড়াশিয়া এলাকা আশরাফ আলীর ছেলে মো. মেহেদী হাসান (১৯), খুলনার রুপসা উপজেলার উত্তর খাজাডাঙ্গা গ্রামের নুর মোহাম্মদ শেখের ছেলে মো. মাহাবুব হোসেন (২১) এবং সোনাডাঙ্গা থানার গোবরচাকা এলাকার মফিজ সরদারের ছেলে মো. জাহাঙ্গীর সরদার (৪৮)। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।
৩-আনসার ব্যাটালিয়নের সহকারী পরিচালক শাহনাজ জেসমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাইক্রোবাস ও ২৬৩ কেজি তামার তারসহ চোর চক্রের ৩ সদস্যকে আটক করা হয়েছে। আটকৃত তারের দাম ৩ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা। বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের নির্দেশে মামলা দায়ের করে আসামিদেরকে থানায় সোপর্দ করা হয়েছে
+ There are no comments
Add yours