প্রচারণার ব্যানার, ফেস্টুন আর তোরণে ঢেকে আছে রাজবাড়ীর পৌরসভার প্রধান প্রধান সড়ক। সড়কের বৈদ্যুতিক খুঁটি থেকে শুরু করে ল্যাম্পপোস্ট, এমনকি শহরের সৌন্দর্য বর্ধনে সড়ক ডিভাইডারের মাঝে লাগানো গাছের সঙ্গে দেখা যাচ্ছে রাজনৈতিক নেতা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের ব্যানার, পোস্টার ও প্লাকার্ড।
নিয়মনীতি ও আইনের তোয়াক্কা না করেই সড়কগুলোতে বাঁশ ও কাঁঠের কাঠামোতে লাগানো হয়েছে এসব ব্যানার-ফেস্টুন। এতে যেমন নষ্ট হচ্ছে শহরের সৌন্দর্য তেমনি ঘটছে নানা ধরনের দুর্ঘটনা। তাই শহর থেকে এসব ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড অপসারণের দাবি শহরবাসীর।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাজবাড়ী পৌরসভার জেলা পরিষদের সামনে থেকে বড়পুল মোড় পর্যন্ত। বড়পুল থেকে শুরু করে ১নং রেলগেট পর্যন্ত তোরণ, বিলবোর্ড আর ব্যানার-ফেস্টুনের রাজত্ব। সংসদ সদস্য থেকে শুরু করে এলাকার পাতি নেতারাও যেভাবে পেরেছেন নিজের বড় বড় ছবি সম্বলিত ব্যানার-পোস্টার লাগিয়েছেন। এছাড়াও বিভিন্ন কোচিং সেন্টারসহ নানা বাণিজ্যিক প্রতিষ্ঠান লাগিয়েছে ব্যানার ও পোস্টার। এতে সৌন্দর্য হারাচ্ছে সবুজের শহর রাজবাড়ী।
রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু বলেন, আমরা মাঝে মাঝে অভিযান পরিচালনা করে ব্যানার-ফেস্টুন অপসারণ করি। কিছুদিন পর কিছু নেতা আর ব্যবসায়ীরা আবার ব্যানার-ফেস্টুন লাগানো শুরু করেন। দ্রুত আমরা কঠোর অবস্থানে যাব। কোনোভাবেই শহরের সৌন্দর্য নষ্ট হতে দেওয়া যাবে না।
+ There are no comments
Add yours