রাজধানীর মিন্টো রোডে জ্বালানি মন্ত্রণালয়ের গাড়ির ধাক্কায় একরামুল রাব্বি (২৭) এবং হেলাল উদ্দিন (২৮) নামে দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
আজ (২৪ সেপ্টেম্বর) রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
আহত হেলাল জানান, তাদের অফিস থেকে কাজ শেষে মোটরসাইকেলে করে ডেমরার বাসায় ফেরার পথে মিন্টো রোডে জ্বালানি মন্ত্রণালয়ের কালো রঙের একটি প্রাইভেটকার তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে একরামুল রাব্বির ডান পায়ের হাড় ভেঙে যায় এবং আমি পায়ে ও হাতে আঘাত পাই।
তিনি আরও জানান, জ্বালানি মন্ত্রণালয়ের ওই গাড়ির কয়েকজন আরোহী আমাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসে। বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন আছি। আমরা দুজনে একটি ট্রান্সপোর্টে চাকরি করি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আহতদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে। জ্বালানি মন্ত্রণালয়ের যে গাড়িতে মোটরসাইকেল আরোহীদের ধাক্কা লেগেছে তারাও জরুরি বিভাগে আছে।bike
+ There are no comments
Add yours