নারীনেত্রী এন্টি চাকমা এবং দুই কলেজ শিক্ষার্থী কর্নিয়া চাকমা ও নিশা চাকমাকে অপহরণের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) ও গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ)।
রোববার (২৪ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা অপহরণের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে অপহরণকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নারীনেত্রী নীতি চাকমা বলেন, দিবালোকে এন্টি চাকমাসহ তিন জনকে অপহরণ বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বরং এটি রাষ্ট্রীয় বাহিনীর মদদে হয়েছে। সেনা সদস্য কর্তৃক কাপ্তাইয়ের স্কুল ছাত্রীর ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার লক্ষ্যে এবং চলমান আন্দোলনকে বাধাগ্রস্ত করতে সন্ত্রাসী লেলিয়ে দিয়ে তাকে অপহরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, ২০১৮ সালের ১৮ মার্চ রাঙামাটির কুদুকছড়ি থেকে সেনা সহায়তায় নব্য মুখোশ বাহিনীর সন্ত্রাসীরা সশস্ত্র হামলা চালিয়ে হিল উইমেন্স ফেডারেশনের তৎকালীন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মন্টি চাকমা ও সদস্য দয়া সোনা চাকমাকে অপহরণ করেছিল। মন্টি এবং দয়াসোনাকে অপহরণকারী সন্ত্রাসীদের বিচার না হওয়ায় পুনরায় একই ধরনের ঘটনা ঘটানো হয়েছে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন— উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি জিকো ত্রিপুরা, ইউনাইডেট ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক প্রমোদ জ্যোতি চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা ও সাংগঠনিক সম্পাদক শুভাশীষ চাকমা।
+ There are no comments
Add yours