খবর বাংলা ডেস্ক
জনগণের জানমালের নিরাপত্তা বিধান ও আইন-শৃঙ্খলা রক্ষায় কক্সবাজারে চালু হলো আরও একটি নতুন থানা। নবগঠিত থানাটি হলো ‘ঈদগাঁও থানা’।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, এমপি আজ বুধবার বিকালে প্রধান অতিথি হিসেবে কক্সবাজার সদরে আনুষ্ঠানিকভাবে ঈদগাঁও থানা উদ্বোধন করেন।
অনুষ্ঠানে কক্সবাজার সদরের সংসদ সদস্য সাইমুম সরোয়ার কমল, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার), চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আনোয়ার হোসেন, কক্সবাজার জেলার পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ঈদগাঁও থানা ইতোপূর্বে ঈদগাঁও তদন্ত কেন্দ্র ছিল। তদন্ত কেন্দ্রটি থানায় উন্নীত হওয়ার জন্য এলাকার জনগণ দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন। আজ এ তদন্ত কেন্দ্রের পূর্ণাঙ্গ থানা হিসেবে কার্যক্রম শুরু হওয়ার মধ্য দিয়ে এলাকার পাঁচটি ইউনিয়নের জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো।
উল্লেখ্য, ঈদগাঁও থানা নিয়ে কক্সবাজার জেলা পুলিশের থানার সংখ্যা দাঁড়ালো নয়টি।
+ There are no comments
Add yours