‘আল্লাহর নৈকট্য অর্জনের পূর্বশর্ত হল নবীর প্রেম’

Estimated read time 1 min read
Ad1

মোহাম্মদ আনোয়ার আজম : উরকিরচর জনতা সংঘের উদ্যোগে ৪৯তম পবিত্র ঈদে মিলাদুন্নবী’র মাহফিলে বক্তারা বলেছেন, আল্লাহর নৈকট্য অর্জনের পূর্বশর্ত হল নবীর প্রেম। রাউজানের উরকিরচর জনতা সংঘের উদ্যোগে তিনদিন ব্যাপী জশনে জুলুছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) ২য় দিন সকাল ৯-টায় জশনে জুলুছের মাধ্যমে শুরু হয়।

উরকিরচর স্কুল মাঠ হতে আরম্ভ হয়ে সমস্ত গ্রাম প্রদক্ষিণ করে আবারো স্কুল মাঠে এসে মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।এতে গ্রামের সর্বস্তরের মানুষ অংশ গ্রহন করেন।

বাদে মাগরিব নাত মাহফিল দিয়ে ২য় দিনের নির্ধারিত অধিবেশন শুরু হয়, ২য় দিন মাহফিলে তকরির করেন ঢাকা গাউসুল আজম জামে মসজিদের খতিব, মিশর আল আযহার বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি শায়খ আল্লামা হাসান আল আযহারী, ঢাকা জুরাইন মাজার শরীফ কেন্দ্রীয় জামে মসজিদর খতিব, মিডিয়া ব্যাক্তিত্ব মাওলানা মাসুদ আলম রেজভী, মঞ্চে উপস্থিত ছিলেন মাহফিল উদযাপন কমিটির আহবায়ক আলহাজ্ব নুরুল আবচার সচিব হোসাইন আল ওচমান বাবর অধিবেশন সঞ্চালনায় ছিলেন যুগ্ম সচিব ইউসুফ আলী মিলাদ মাহফিলের পরে দোয়া মোনাজাত ও তবারুক বিতরণের মাধ্যমে ২য় দিনের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হয়।

৩য় দিনে মাহফিলে সভাপতিত্ব করবেন পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন পরিষদের আহবায়ক আলহাজ্ব নুরুল আবছার মিয়া, তকরির করবেন রাবেত্বায়ে উলামায়ে আহলে সুন্নাত বাংলাদেশের মহাসচিব,রাঙামাটি বনরূপা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ ইকবাল হোসাইন আল কাদেরী, নানুপুর মাজহারুল উলুম মাদ্রাসার আরবী প্রভাষক আল্লামা ফখরুদ্দিন আল কাদেরী, কাদেরীয়া তৈয়াবিয়া আলিয়া কামিল মাদ্রাসার আরবী প্রভাষক, ঢাকা মোহাম্মদপুর মসজিদে বেলাল (রাঃ) জেনেভা ক্যাম্পের খতিব হযরতুহাজ্ব মাওলানা নাজমুস সায়াদাত ফয়েজী, ছিপাতলী গাউছিয়া মাদ্রাসার মুহাদ্দিস মৌলানা শফিউল আজম নেজামী অধ্যক্ষ মৌলানা হাছান রেজা আখেরী মোনাজাত পরিচালনা করবেন জামেয়ার সাবেক অধ্যক্ষ মৌলানা অছিয়র রহমান আল কাদেরী।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours