১৯ বছর পালিয়ে থাকার পর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

Estimated read time 0 min read
Ad1

চট্টগ্রামের সাতকানিয়া থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি তোফায়েল আহমদকে (৪০) গ্রেপ্তার করেছে র‍্যাব।

গতকাল সাতকানিয়া উপজেলার মাস্টারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তোফায়েলের বাড়ি একই উপজেলার দক্ষিণ চরতী এলাকায়। তার বাবার নাম নজু মিয়া।

র‍্যাব জানায়, ২০০৪ সালের ২৯ মে উপজেলার চরতী এলাকার বাসিন্দা নুরুল আলমকে তার বসতবাড়িতে ঘুমন্ত অবস্থায় গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর চাচাতো ভাই সাতকানিয়া থানায় তোফায়েলসহ ৪ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে বিচারিকপ্রক্রিয়া শেষে মামলাটিতে পলাতক অবস্থায় তোফায়েলের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেয় জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার বলেন, মামলাটিতে শুরু থেকে পলাতক ছিলেন আসামি তোফায়েল। তাকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করে র‍্যাব।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours