বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ১ কোটি টাকা দিল এসএআরপিভি ও এনআরসি

Estimated read time 1 min read
Ad1

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় বেসরকারি উন্নয়ন সহযোগি সংস্থা এসএআরপিভি (সোশ্যাল এসিষ্ট্যান্স এন্ড রিহ্যাবিলিটেশন ফর দি ফিজিক্যালি ভালনারেবল) ও এনআরসি (নরওয়ে রিফিউজি কাউন্সিল) কর্তৃক সম্প্রতি চকরিয়ায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত দুই হাজার পরিবারের মাঝে নগদ এক কোটি টাকা অর্থ সহায়তা প্রদান করে।

গত ২৭ সেপ্টেম্বর বুধবার সকাল ১০ ঘটিকায়, বেসরকারি উন্নয়ন সহযোগি সংস্থা এসএআরপিভি ও এনআরসি কর্তৃক চকরিয়া উপজেলার সম্প্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কোনাখালী ইউনিয়নে ৬৪০ পরিবার,কাকারা ইউনিয়নে ৬৩৩ পরিবার ও বরইতলী ইউনিয়নে ৭২৭ পরিবার সহ তিন ইউনিয়নে মোট ২০০০ পরিবারে সরাসরি উপকার ভোগির মোবাইল- ব্যাংকিং এর মাধ্যমে নিজ নগদ হিসাবে ৫০৭৫ টাকা করে প্রদান করা হয়, উপকার ভোগী বিতরন পয়েন্ট থেকে ৫০০০ টাকা করে ক্যাশ আউট করে নেয়।

গত ২৭ সেস্টেম্বর বুধবার একই সময়ে তিন ইউনিয়নে নগদ অর্থ সহায়তা কার্যক্রম শুরু হয়, এ সময় কোনাখালী ইউনিয়ন পরিষদ বিতরন কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জে পি দেওয়ান, সভাপতিত্ব করেন কোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল হক সিকদার।

এ সময় “বাংলাদেশের দক্ষিন – পূর্বাঅঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা কার্যক্রম” এসএআরপিভি- প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার সুজিত দাশের পরিচালনায় বক্তব্য রাখেন এসএআরপিভি’ র আঞ্চলিক পরিচালক অপারেশন কাজী মাকসুদুল আলম, এনআরসি বাংলাদেশ’ র ইমারজেন্সি রেসপন্স প্রোগ্রাম ম্যানেজার গোলাম রাব্বানী, এসএআরপিভি – ম্যানেজার অডিট – সুব্রত দেবনাথ, কোনাখালী ইউপি সচিব সাইফুল ইসলাম সহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ,সাংবাদিক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় কোনাখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বুলোয়ারা বলেন আমি নগদে ৫০০০ টাকা পেয়ে খুবই খুশি, এখান থেকে আমি ২ টি ছাগল ক্রয় করে লালন পালন করব যা আমার ভবিষ্যতে আয়ের উৎস হিসেবে কাজ করবে।

সুধীর চন্দ্র দাশ,স্টাফ রিপোর্টার, কক্সবাজার।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours