সুফিবাদ হলো জ্ঞান ও সাধনার সমন্বিত পথ। এ পথ অনুশীলনের মাধ্যমেই মুসলিম উম্মাহ্ বিশ্বসমাজের সাথে ইন্টিগ্রেট হতে পারবে বলে মন্তব্য করেছেন পিএইচ ফ্যামিলির ফাউন্ডার চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান।
শনিবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘বঙ্গবন্ধু হল’এ মাইজভাণ্ডারীয়া ত্বরিকার উজ্জ্বল নক্ষত্র বিশ্বঅলি শাহানশাহ্ হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর ৩৫তম ২৬ আশ্বিন উরস শরিফ উপলক্ষে ‘এস জেড এইচ এম ট্রাস্ট’-এর উদ্যোগে ৮দিন ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ১ম দিবসে ‘বর্তমান বিশ্বসমাজে মুসলিম উম্মাহ্র ইন্টিগ্রেশন: প্রতিবন্ধকতা ও সমাধানের উপায়’শীর্ষক সেমিনারে সেমিনারে প্রধান অতিথি তার বক্তব্যে এ কথা বলেন।
মাইজভাণ্ডারী একাডেমির নির্বাহী সদস্য আরেফিন রিয়াদের সঞ্চালনায় সেমিনারের শুরুতে কোরআন তিলাওয়াত করেন মাদরাসা-ই-গাউসুল আযম মাইজভাণ্ডারীর শিক্ষার্থী মুহাম্মদ জোনায়েদ হাসান, নাতে রাসূল (দ.) ও শানে গাউসুল আযম মাইজভাণ্ডারী পরিবেশন করেন যথাক্রমে মুহাম্মদ আরমান উদ্দিন ও মুহাম্মদ রেজাউল মুনির।
সাদার্ণ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপ-উপাচার্য প্রফেসর এম. মহি উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্ট সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর। প্রধান অতিথি ছিলেন পিএইচপি ফ্যামিলির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. এ এস এম আনওয়ারুল্লাহ্ ভূঁইয়া রচিত সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাইজভাণ্ডারী একাডেমির গবেষণা সহকারী মোহাম্মদ সাইদুল ইসলাম।
প্রবন্ধের উপর আলোচনায় অংশ নেন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস-এর ইউএনএসডব্লিউ গ্লোবাল লিডিং এডুকেশন প্রফেশনাল প্রফেসর হুমায়ুন মুর্শেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাওলানা মুহাম্মদ নূর হোসাইন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাসুদ কামাল, মাইজভাণ্ডারী গবেষক ড. সেলিম জাহাঙ্গীর। আলোচকবৃন্দ বলেন, মুসলিম উম্মাহ্ যদি অনগ্রসরমান থাকে তাহলে সামগ্রিকভাবে পুরো বিশ্ব উম্মাহ্ এগুতে পারবে না।
এ পৃথিবীতে বিভিন্ন জাতি, সম্প্রদায় বসবাস করবেই, এটি আল্লাহ’র নীতি। কমনালিটিজ না দেখে দ্বন্দ্ব দেখলে ইন্টিগ্রেশন সম্ভব নয়। মাইজভাণ্ডারীয়া ত্বরিকায় ইন্টিগ্রেশনের নমুনা হলো- সেখানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে আমন্ত্রিত। মাইজভাণ্ডারীয়া ত্বরিকার আকরগ্রন্থ ‘বেলায়তে মোত্লাকা’কিতাবের সুরই ইন্টিগ্রেশন।
এখানে প্রতিবন্ধকতা কী- অতিশুদ্ধবাদ ও ইজতিহাদ তথা গবেষণা থেকে দূরে থাকা ইন্টিগ্রেশনের প্রতিবন্ধকতা। মহান রাব্বুল আলামিনের সৃষ্টিগত প্রক্রিয়া হিসেবে বহুজাতিকেন্দ্রিক এই পৃথিবীতে মুসলিম উম্মাহ’র ইন্টিগ্রেশন চাইলে তবে সবার বিভিন্নতাকে স্বীকার করে নিয়ে ইসলামের মৌলিক বিধিবিধানের ভিত্তিতে সময়োপযোগী চিন্তা-গবেষণার মাধ্যমে নিজেদেরকে উপযুক্ত করে নিতে হবে।
যা যুগে যুগে আসা আম্বিয়ায়ে কেরাম ও সুফিয়ায়ে কেরামের মূল আদর্শ। সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ, বুদ্ধিজীবি, পেশাজীবি এবং পিপলস্ ইন্স্যুরেন্স কোং লিঃ-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোঃ সিরাজুল মোস্তফা, ট্রাস্টের মুখ্য সমন্বয়ক অধ্যাপক জহুর উল আলম, প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানভীর হোসাইন। চ.বি আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাওলানা মুহাম্মদ নূর হোসাইনের মুনাজাতের মাধ্যমে সেমিনার সমাপ্ত হয়।
+ There are no comments
Add yours