মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় পদ্মা নদীতে জেলের জালে প্রায় ৫০ কেজি ওজনের একটি শুশুক ধরা পড়েছে।
স্থানীয় জেলে দাদন মান শুক্রবার (৫ অক্টোবর) ভোরে নদীতে মাছ ধরতে গেলে জালের মধ্যে শুশুকটি আটকা পড়ে। পরে শুশুকটি নদী তীরবর্তী হাসাইল মাছ ঘাটে আনলে এটি দেখতে অনেকেই ভিড় করেন।
এলাকাবাসী জানান, পদ্মা নদীতে প্রতিদিনই শুশুক লাফালাফি করতে দেখা যায়। কিন্তু এগুলো জালে খুবই কম ধরা পরে। শুশুক ধরা পড়ছে শুনে সামনাসামনি দেখতে আসলাম।
স্থানীয় জেলে দাদন মান বলেন, প্রতিদিনের মতো আজকেও নদীতে মাছ ধরতে যাই। ভোরে জাল উঠানোর সময় বিশাল বড় মাছ আটকা পড়ছে ভেবে খুশি হয়ে আস্তে ধীরে জাল টানতে থাকি।
এক পর্যায়ে দেখি এটি মাছ না শুশুক। পরে এটি দেখতে আশেপাশের অনেক লোক জমায়েত হয়। পরে সকাল আটটার দিকে হাসাইল এলাকার পদ্মা নদীতে শুশুকটিকে ছেড়ে দেওয়া হয়।
+ There are no comments
Add yours