বাংলাদেশের কোটি দর্শকের জন্য বিশ্বকাপ শুরু হচ্ছে আজ বেলা ১১টায়, প্রতিপক্ষ চিরচেনা আফগানিস্তান।
প্রতিযোগিতার প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে আসরের শুভ সূচনা করতে চায় সাকিব আল হাসানের দল। সেই লক্ষ্যে আফগানদের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
আজ (৭ অক্টোবর) হিমাচল প্রদেশের নান্দনিক এইচপিসিএ স্টেডিয়ামে সকাল ১১টায় আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।
বিশ্বকাপের প্রথম ম্যাচের বাংলাদেশ একাদশে জায়গা হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের। দলে আছেন স্বীকৃত দুই ওপেনারই লিটন ও তানজিদ। বাংলাদেশ নামছে তিন পেসার তাসকিন, শরীফুল ও মোস্তাফিজের সঙ্গে দুই স্পিনার সাকিব ও মিরাজকে নিয়ে। ফলে একাদশের বাইরে আছেন নাসুম আহমেদ, মেহেদী হাসান, হাসান মাহমুদ ও তানজিম হাসান।
টাইগারদের ইংলিশ ও আফগান লড়াইয়ের রণক্ষেত্র ধর্মশালা
বাংলাদেশের একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
আফগাদশন একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাসমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), মোহাম্মদ নবী, নাজিবউল্লাহ জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিবউর রহমান, নাভিন-উল-হক, ফজলহক ফারুকি।
+ There are no comments
Add yours