৫৪ লাখ টাকা ছিনতাই : দুই পুলিশ কনস্টেবল রিমান্ডে

Estimated read time 1 min read
Ad1

৫৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার পুলিশের দুই কনস্টেবল মো. দেলোয়ার হোসেন ও মো. আবু সায়েমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

জআজ (১০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ফারাহা দিবা ছন্দার আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এ মামলায় গ্রেপ্তার অপর আসামি মো. মোশারফ হোসেন ও মো. আ. বাতেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এ দিন গ্রেপ্তার চার আসামিকে আদালতে হাজির করা হয়। এ সময় ডিবির ওয়ারী জোনাল টিমের সাব-ইন্সপেক্টর মো. রফিকুল ইসলাম আসামি দেলোয়ার ও সায়েমের জবানবন্দি রেকর্ড ও আসামি মোশারফ ও বাতেনের সাত দিনের রিমান্ড চেয়ে পৃথক দুটি আবেদন করেন।

এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত দেলোয়ার ও সায়েমের জবানবিন্দ রেকর্ড করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ ছাড়া শুনানি শেষে মোশারফ ও বাতেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ ঘটনায় ব্যবসায়ী আবুল কালাম বাদী হয়ে রাজধানীর শ্যামপুর মডেল থানায় অজ্ঞাতনামা চারজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার পর তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours