২০০১ সালে পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করি। খালেদা জিয়া এসে বলে মাওয়া দিয়ে হবে না, এটা বন্ধ করে দেন। আসলে ওদের ধ্বংস করাই চরিত্র বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, দ্বিতীয়বার যখন পদ্মা সেতু করতে গেলাম আমাদের দেশের এক স্বনামধন্য ব্যক্তি মামলা করে সরকারের বিরুদ্ধে হেরে গেল। সেই ফলে সে ওয়ার্ল্ড ব্যাংকে হিলারি ক্লিনটনকে বলে লোন বন্ধ করে দিয়ে দুর্নাম দিতে চেয়েছিল। আমি চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম উন্নয়ন করতে এসেছি। শেখ মুজিবের মেয়ে দুর্নীতি করে না।
আজ (১০ অক্টোবর) প্রধানমন্ত্রী ঢাকা-ভাঙ্গা রেল চলাচলের উদ্বোধন শেষে ফরিদপুরের ভাঙ্গায় ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে বিকেলে আওয়ামী লীগের এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, স্বাধীনতার পর জাতির পিতা যখন পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরে আসে অনেক বিদেশি সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেছিলেন। এ রকম একটি বিধ্বস্ত দেশ, কোনো সম্পদ নাই, আপনি কীভাবে এ দেশ গড়বেন? আপনারা জানেন জাতির পিতা কী বলেছিলেন? তিনি বলেছিলেন, আমার মাটি আছে, আমার মানুষ আছে। সেই মানুষ দিয়ে আমি দেশ গড়ব।
জাতির পিতা বলেছিলেন, বাংলাদেশকে কেউ দাবিয়ে রাখতে পারবা না। বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখা যাবে না। অনেক ষড়যন্ত্র হয়েছিল, আমার ভরসা বাংলাদেশের মানুষ। বাংলাদেশে ৫৬০টি মডেল মসজিদ করে দিয়েছি বাংলার মানুষ যেন ধর্ম সম্পর্কে কিছু জানে। হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান মুসলমান একসঙ্গে চলতে পারে এটাই আমাদের মুসলমান ধর্মে শেখায়।
তিনি বলেন, মেয়েদের পড়াশোনায় অবৈতনিক করে দিয়েছি। মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি। বিগত নির্বাচনের আগে ওয়াদা করেছিলাম ডিজিটাল বাংলাদেশ করে দেব। ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি। সবাই অনলাইন ব্যবহার করে। এখন সকল মা বোনদের হাতে স্মার্ট মোবাইল।
+ There are no comments
Add yours