চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) বর্জ্য ব্যবস্থাপনা দেখতে এসেছে দক্ষিণ সুদানের একটি প্রতিনিধিদল। জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (জাইকা) সহযোগিতায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় চসিকের অভিজ্ঞতা জানতে দক্ষিণ সুদানের দলটি এসেছে বলে জানানো হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।
গতকাল (১২ অক্টোবর) নগরীর টাইগারপাস চসিক কার্যালয়ে মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন প্রতিনিধিদলটি। ওই দলে ছিলেন দক্ষিণ সুদানের পরিবেশ মন্ত্রণালয় এবং যুবা সিটি কাউন্সিলের কর্মকর্তারা এবং জাইকার কর্মকর্তারা।
সাক্ষাৎ শেষে প্রতিনিধিদলটি চসিকের বিভিন্ন ল্যান্ডফিল্ড ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন এবং নগরীকে পরিচ্ছন্ন রাখতে চসিকের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
দক্ষিণ সুদানের প্রতিনিধিদলের কাছে চসিকের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম তুলে ধরেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ মাহমুদ, মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা আবুল হাশেম এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর।
+ There are no comments
Add yours